Regional-cum-Facilitation Centre (RCFC), Eastern Region
National Medicinal Plants Board (NMPB),
Ministry of Ayush, Govt. Of India
Jadavpur University, Kolkata, India

আঞ্চলিক তথা সহায়তা কেন্দ্র (আর সি এফ সি), পূর্বাঞ্চল

জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদ (এন এম পি বি) কর্মসূচীর কার্যকরী সমন্বয় সাধনের লক্ষে ভারত সরকার আয়ুশ মান্ত্রালায়ের আধীনে দেশের বিভিন্ন অঞ্চলে সাতটি কেন্দ্রের মধ্যে একটি হিসেবে আঞ্চলিক তথা সহায়তা কেন্দ্র (আর সি এফ সি), পূর্বাঞ্চল, জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদ (এন এম পি বি), যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।

Know More

জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদ (এন এম পি বি)

ঔষধি উদ্ভিদের বাণিজ্য, রপ্তানি, সংরক্ষণ ও চাষের বৃদ্ধির ক্ষেত্রে সমর্থন নীতি ও কার্যক্রম সম্পর্কিত সাকল বিষয়ে সমন্বয় সাধন করার জন্য ভারত সরকার জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদ প্রতিষ্ঠা করেছে। পর্ষদটি আয়ুশ মান্ত্রালায়ের আধীনে কাজ করছে।

Know More

যাদবপুর বিশ্ববিদ্যালয়

যাদবপুর বিশ্ববিদ্যালয় একটি রাজ্য ঐকিক বিশ্ববিদ্যালয় এবং ১৯৫৫ সাল থেকে কাজ করছে। বিশ্ববিদ্যালয়টি রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম, বিশ্ববিদ্যালয় বিভাগে পঞ্চম এবং এন আই আর এফ, এম এইচ আর ডি, ভারত সরকার দ্বারা প্রদত্ত 'সামাগ্রিক' বিভাগে ১২তম স্থান অর্জন করেছে।

Know More